তাড়াইল প্রতিনিধি, রুহুল আমিন :
তাড়াইল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি তাড়াইল সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় তাড়াইল উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মুকুল, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকী,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক উমর ফারুক, সদস্য-সচিব নুর মুহাম্মাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান লতিফ, সদস্য-সচিব সুমন মিয়া, যুগ্ম-আহ্বায়ক সাব্বির আহম্মেদসহ ৭টি ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।