প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ) রুহুল আমিন : কিশোরগঞ্জের তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তাড়াইল থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বিএনপি নেতা সারোয়ার আলম ও নজরুল ইসলামের মাঝে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বাড়ির জমি মাপাকালীন সারোয়ার আলম ও নজরুল ইসলামের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে সারোয়ার আলমসহ উভয়পক্ষের তিনজন আহত হন।
খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সারোয়ার আলমকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুহাম্মাদ সোহেল জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।