তাড়াইল প্রতিনিধি, রুহুল আমিন :
কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘তাড়াইল রাইজিং’ শিরোনামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের এ সভা হয়।
গতকাল শনিবার দুপুরে তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনু্ষ্িঠত এ সভায় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্র-জনতা ও সুশীল নাগরিকরা অংশ নেন। তারা আন্দোলন চলাকালীন সময়ের বিভিন্ন অভিজ্ঞতা ও ভবিষ্যৎ আকাক্সক্ষার কথা ব্যক্ত করেন।
মুফতি মিজানুর রহমানের সঞ্চালনায় জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাড়াইল উপজেলা থেকে শহিদ হওয়া রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক কেন্দ্রীয় সংসদের সদস্য ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতী আজাদ খান ভাসানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরিক কেন্দ্রীয় সংসদের সদস্য মুশতাক আহমেদ শিশির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক শেখ খায়রুল কবির, করিমগঞ্জ উপজেলার ন্যামতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন, শিক্ষক জিয়াউল হক জিয়া প্রমুখ।
এ সময় বক্তারা দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে ও সুন্দর দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান।