প্রতিনিধি তাড়াইল, রুহুল আমিন : ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো তাড়াইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাড়াইল উপজেলা শাখার আহŸায়ক ছাইদুজ্জামান মোস্তফা, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রউফ, সাংবাদিক ওয়াসিম উদ্দিন সোহাগ, রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সৈয়দ নাজমুস সাকিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়াকাথন ও মুক্ত আড্ডায় মিলিত হয়।