প্রতিনিধি তাড়াইল : সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষে তাড়াইলে নানা আয়োজনে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৪ পালিত হয়েছে। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. সারোয়ার হোসেন (আরএমও), ডা. তাসনিমুর রহমান, ডা. ফিরোজ মিয়া ও ডা. আফসারী জামান। এছাড়াও স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।