প্রতিনিধি, তাড়াইল ঃ কোরবানির ঈদের মাসখানেক বাকি। ইতিমধ্যে তাড়াইলে চোখ রাঙাচ্ছে কাঁচা মরিচের ঝাল। বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৭০-৮০ থেকে বেড়ে ১০০-১১০ টাকা হয়েছে।
গত বছরের জুন ও জুলাই মাসে দামের রেকর্ড করেছিল কাঁচা মরিচ। নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম তখন কেজি প্রতি ৭০০ টাকা ছাড়িয়েছিল।
গতকাল তাড়াইল সদর বাজার ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা বেড়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। এদিকে বাজারে এখন যে মরিচ আসছে, তা মানে খুব ভালো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গ্রীষ্মকালীন মরিচের গাছ এখন শুকিয়ে এসেছে। ফলনও আগের তুলনায় কমে এসেছে।
বিক্রেতাদের দাবি, তীব্র গরমের কারণে গাছ মরে যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, তাই বাড়ছে দাম। খুচরা বিক্রেতারা জানান, মোকামে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম, এর প্রভাব খুচরা পর্যায়েও পড়ছে। আর পাইকারি বিক্রেতারা জানান, প্রতি বছরের মতো এ বছরও বাড়ছে এর দাম। অন্যান্য বছর গরম ও ঝড়-বৃষ্টির কারণে হলেও এবার তীব্র গরমে মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। তাই কিছুটা সরবরাহ ঘাটতি হওয়ায় বাড়ছে দাম।
ক্রেতারা বলেন, গরমের অজুহাত দিয়ে আবারও কাঁচামরিচের বাজার অস্থির করার চেষ্টা চলছে। আইনুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, গত বছরের মতো আবারও কাঁচা মরিচের বাজার অস্থির করার পাঁয়তারা চলছে। গতবার বৃষ্টি আর এবার অজুহাত দেয়া হচ্ছে গরমের। বাজারের লাগাম টেনে ধরতে এখনই আমদানির অনুমতি দেয়া উচিত।
উপজেলার সচেতন মহলের সাথে কথা হলে তারা বলেন, গত কোরবানি ঈদের সময়ে তাড়াইলে কাঁচা মরিচের কেজি ৭০০ টাকায় উঠেছিল। বছরের এই সময়ে দেশে কাঁচা মরিচের কিছুটা সংকট থাকে। তাতে আমদানি করে প্রয়োজন মেটাতে হয়। এবার দাম বাড়তে থাকলেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বাজারে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল।