তাড়াইল প্রতিনিধি, রুহুল আমিন : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তাড়াইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকী।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, তাড়াইল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাড়াইল উপজেলা শাখার আহŸায়ক ছাইদুজ্জামান মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, তাড়াইল-সাচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম ও উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকবৃন্দ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাড়াইল উপজেলার সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।