প্রতিনিধি তাড়াইল : বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচÐ তাপদাহ ও তীব্র গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন।
গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পথচারীদের মাঝে এসব খাবার স্যালাইন বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন উদ্যোগকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়ে সাচাইল গ্রামের জোসনা বেগম (৫০) বলেন, প্রচÐ তাপ ও তীব্র গরমের কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর দিয়ে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ আমার হাতে খাবর স্যালাইন তুলে দিলে ডা. আলমাছ স্যার। আমি খুব খুশি।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, তীব্র গরম ও প্রচÐ তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অল্প পরিসরে হলেও খাবার স্যালাইন বিতরণের ব্যবস্থা করেছি। এটি চলমান থাকবে।