প্রতিনিধি তাড়াইল : তীব্র রোদ-গরমে অতিষ্ঠ জনজীবন। তাড়াইল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অত্যধিক চাপ সৃষ্টি হয়েছে। রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। গতকাল সকালে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, তীব্র গরমে আক্রান্ত রোগীরা আউটডোর ও ইনডোরে ভিড় করে চিকিৎসা সেবা নিতে আসছে। এর মধ্যে গরমজনিত রোগীই বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায়, ডায়রিয়া, জ্বর ছাড়াও সর্দি, কাশি, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বয়স্ক ও শিশু ২৯০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তারমধ্যে প্রায় ১০০ জন ভর্তি রয়েছে। রোগীর চাপ আরো বাড়ার আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।