প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ) রুহুল আমিন : কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান
তাড়াইলের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গত শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার (এসপি) হাছান চৌধুরী, তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার (ওসি) মুহাম্মাদ সোহেল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ দত্ত প্রদীপ প্রমুখ।
রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক ও অন্যান্য সুধী সমাজের প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সাথে দেশের বর্তমান পরিস্থিতি, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, এ বছর ৯ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এবং ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।