প্রতিনিধি তাড়াইল : নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। একসময়ে নদীনালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তখন আমাদের বলা হতো মাছে-ভাতে বাঙালি। বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের নদীনালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরিন জলাভ‚মি ও প্রতিষ্ঠানিক জলাশয়ের তাড়াইলে ৪৭০.৫৮ কেজি সুস্থ সবল রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ, ঘনিয়া প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল শনিবার দুপুরে উপজেলার ৬ টি প্রাতিষ্ঠানিক জলাশয় এবং ১টি উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ৪৭০.৫৮ কেজি মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক নার্গিস সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তৌফিকুর রহমান, জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক কাউসার মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কিশোরগঞ্জ জেলা শাখার সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সামির হোসেন সাকী, উপজেলা যুবদলের আহ্বায়ক ওমর ফারুক, তাড়াইল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আল আমিন রুবেল, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ শাখার ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুয়েল আহমেদ সহ সুফলভোগী জনগণ ও সুধি সমাজ।