তাড়াইল প্রতিনিধি, রুহুল আমিন : ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের পিতা মরহুম শেখ শামসুদ্দিন রহ. এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার ট্রলারঘাট কার্যালয়ে এ দোয়া মাহফিল সম্পন্ন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা সদস্য শহিদুল ইসলাম ভ‚ঁইয়াসহ উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।