প্রতনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ) রুহুল আমিন : কিশোরগঞ্জের তাড়াইলে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে মাহমুদুল হাসান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৮টায় উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর হালুয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। কৃষক শাহীনুর রহমানের একমাত্র ছেলে শিশু মাহমুদুল হাসান।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে বাড়ির সামনের আঙ্গিনায় প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলা করছিল ছেলে মাহমুদুল হাসান। এ সময় মাহমুদুলের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
এক পর্যায়ে বাবা শাহিনুর রহমান মাহমুদুলকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরের পানিতে ছেলেকে ভাসতে দেখেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে মুসলুমা দীনা পরীক্ষা-নিরীক্ষার পর মাহমুদুলকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।