প্রতিনিধি, তাড়াইল, রুহুল আমিন : সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাতেও প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনের হিড়িক পড়েছে।
তাড়াইল উপজেলা সমাজসেবা অফিস স‚ত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের থেকে অনলাইনে নেয়া হচ্ছে আবেদন। উপজেলার সাতটি ইউনিয়নের যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তি তাদের পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক পরিচয়পত্র) থাকা সত্তে¡ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না, তাদেরকে কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হবে।
আবেদনের জন্য লাগবে, সমাজসেবা অফিসার কর্তৃক প্রদানকৃত সুবর্ণ নাগরিক পরিচয়পত্র, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর কপি, আবেদনকারী জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন ব্যবহার করে নিবন্ধিত মোবাইল নম্বর ও আবেদনকারীর ব্যক্তিগত ও পারিবারিক তথ্যাদি।
তাড়াইল উপজেলা সমাজসেবা অফিসার আল আমিন বলেন, ভাতার আবেদনের জন্য কোনো সরকারি ফি নেই। ভাতার আবেদন ও ভাতা প্রাপ্তির বিষয়ে কোনো ব্যক্তি/কোনো অসাধু চক্রের সাথে কোনো ধরণের আর্থিক লেনদন করবেন না।