প্রতিনিধি, তাড়াইল : তাড়াইলে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এনায়েত উল্লাহ (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে ঘটনাটি ঘটে। নিহত এনায়েত উল্লাহ উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা মধ্যপাড়া বগারবাইদ এলাকার বকুল মিয়ার ছেলে। গুরুতর আহত লিটন মিয়া (৪২) একই এলাকার আবদুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে এনায়েত উল্লাহ ও লিটন মিয়া পার্শ্ববর্তী দিগদাইড় ইউনিয়নের কাওড়া বিলে মাছ ধরতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে এনায়েত উল্লাহ নৌকা থেকে পানিতে পড়ে যান।
পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক এনায়েত উল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত লিটন মিয়াকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ মনছুর আলী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।