প্রতিনিধি, তাড়াইল, রুহুল আমিন : কিশোরগঞ্জের তাড়াইলে বাল্যবিবাহ রোধে অংশীজনদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষায় বিনিয়োগ, সমৃদ্ধ বাংলাদেশ’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল সোমবার বিকেল ৩টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের তাড়াইল শাখার উপজেলা স্বেচ্ছাবতী ফোরামের সমন্বয়কারী আমিনুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে ও সাংবাদিক রবীন্দ্র সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভ‚মি তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ সোহেল মিয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, এলাকা সমন্বয়কারী খায়রুল বাশার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আতাহার উদ্দিন খান,
রাউতি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ছাইদুর রহমান, ধলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহমান, জাওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ছাইদুর রহমান, দামিহা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অনুরঞ্জন রায়, দিগদাইড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাদিউল ইসলাম ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মশিউজ্জামান। তাছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়নের বিবাহ রেজিস্ট্রারগণ (কাজী) ও বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তৌফিকুর রহমান বলেন, দেশ ও সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর অবদান অনেক বেশি। উন্নত বিশ্বে পুরুষের পাশাপাশি দেশ গড়ায় নারীরাও সমান অবদান রেখে চলেছেন।
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পেলেও এখনো অনেক নারীর জীবন বাল্যবিবাহের কারণে চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে যায়। এতে করে সংসার-জীবন বুঝে ওঠার আগেই খুব কম বয়সে ‘মা’ হয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছেন মেয়েরা।