স্টাফ রিপোর্টার, রবীন্দ্র সরকার :
গত রবিবার (১২ জানুয়ারী) সকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া তাড়াইলের রাউতি ইউনিয়নের বিএনপি’র সভাপতি আবুল হাসান রতনের (৬০) জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে বানাইল হাই স্কুল মাঠে। শোকের ছায়া নেমে আসে তাড়াইলের সর্বত্র।
জেলা, উপজেলাসহ পার্শবর্তী এলাকার শোকাহত মানুষের ঢল আর শোকের মাতমে আকাশ ভারি হয়ে উঠে।
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সকল স্তরের সূধীজন, এলাকাবাসী নামাজে জানাজায় অংশ নেন। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী এম উসমান ফারুক সহ তাড়াইলের সকল নেতা-কর্মীরা জানাযায় অংশ নেন।