প্রতিনিধি তাড়াইল : তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন’কে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল দুপুর ২টায় উপজেলার রাউতি ইউনিয়নের রাউতি মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে রাউতি গ্রামের সরকারি কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই ও রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক সহ এলাকার সর্বস্তরের মানুষ। তার পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, চার পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।