প্রতিনিধি তাড়াইল : কৃষি মন্ত্রণালয় অধীনস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ’ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ৩০ জন কৃষককে নিয়ে গত (৫ ও ৬ জুন) যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তারেক বিন মতিন, ধলা ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা আজহারুল ইসলাম, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা মেজবাহ উদ্দিন খান, দামিহা ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রিপন।
এসময় পেঁয়াজ, রসুন, মরিচ, আদা, হলুদ, কালোজিরা, মৌরি, বিলাতি ধনিয়া, গোলমরিচ, তেজপাতা, দারুচিনি, জিরা, চুইঝাল এবং ক্যাপসিকামসহ বিভিন্ন মসলা জাতীয় ফসল উৎপাদন প্রযুক্তিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রকল্পটির প্রধান লক্ষ্য হচ্ছে মসলার বিভিন্ন জাত ও প্রযুক্তি যা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত হয়েছে সেসব নতুন জাত ও প্রযুক্তি কৃষকের দোড়গোড়ায় পৌঁছানো এবং উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশকে মসলায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এগিয়ে নিয়ে যাওয়া।
উল্লেখ্য; বাংলাদেশে মসলা জাতীয় ফসলের বার্ষিক চাহিদা প্রায় ২৪-২৫ লক্ষ মে.টন। বাংলাদেশে ৭-৮ লক্ষ মে.টন মসলা প্রতিবছর আমদানি করা হয়। তাই বাংলাদেশকে আমদানি নির্ভর না করে মসলা চাষে স্বয়ংসম্পূর্ণের পথে এগিয়ে নিয়ে যাওয়াই প্রকল্পের মূল লক্ষ্য।