রুহুল আমিন, প্রতিনিধি, তাড়াইল : মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সারা দেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা পরিবার। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে শুরু করে ঘন্টাব্যাপী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহিলাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, কাজলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বানাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও কাজলা আলিম মাদরাসার অধ্যক্ষ মজিবুর রহমান মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
মানববন্ধনে মাধ্যমিক শিক্ষা পরিবারের শিক্ষকগণ বলেন, বাংলাদেশ স্বাধীনের ৫২ বছর পার হলেও এমপিওভুক্ত শিক্ষক সমাজের বঞ্চনা আর বৈষম্যের অবসান হয়নি। সকল বৈষম্য দ‚রীকরণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই। জুলাই-আগষ্ট ২০২৪ এর বিপ্লবের মধ্যদিয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে।
তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১০০০ টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাসের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।
এছাড়া বিগত কয়েক বছর যাবত অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ৪ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। তারা আরো বলেন, আমাদের এক দফা এবং দাবি একটিই আমাদের জাতীয়করণ করতে হবে।