প্রতিনিধি তাড়াইল : ‘খেটে বড় হও চেটে নয়, স্বাধীনতা এনেছি সংস্কার আনবো, বিপ্লবীরা জন্মায় না তারা তৈরি হয়’ এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে তাড়াইল উপজেলা সদর বাজার জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজারের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ দেয়ালে।
যেখানে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা, তার পরিবর্তে আজ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারম‚লক উক্তি।
এদিকে তাড়াইল সদর বাজার জুড়ে পুলিশ না থাকায় ক্রান্তিকালের এই মুহ‚র্তে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। এতে করে চিরচেনা তাড়াইল সদর বাজারে নেই অটোবাইকের যত্রতত্র যাত্রী উঠানামা আর জ্যাম। এলাকায় নেই যানজট। গত কয়েকদিনে সড়কে ট্রাফিক পুলিশের অবর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যানজট নিরসনে কাজ করায় সর্ব মহলে ব্যাপক প্রশংসায় ভাসছে। ট্রাফিক আইন মেনে চলতে যানবাহন চালকদের অনুরোধ করছেন।
গতকাল মঙ্গলবার তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় কথা হয় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী সারোয়ার খানের সঙ্গে। তিনি বলেন, তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালসহ বাজারের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে। দেয়ালে রং করে বিভিন্ন আলপনা, স্লোগান লেখা হয়েছে।
সমাজ সংস্কারে এসব লিখন ভ‚মিকা রাখবে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তামিম মাহমুদ খান, ইমাম রাবি, শান্ত মিয়া, খালেদ সাওন, সিয়াম ভ‚ইয়া ও জিন্নাত রায়হান বলেন, তাড়াইল সদর বাজার জাওয়ার রোড তাড়াইল থানার বাউন্ডারির দেয়ালে এবং তাড়াইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দেয়ালে রং তুলিতে দেয়াল লিখন করছেন বিভিন্ন স্কুলের আমাদের শিক্ষার্থী ভাই-বোনেরা।
তারা আরও বলেন, তাড়াইল সদর বাজারের বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সেই সঙ্গে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি, ছবি আঁকা হচ্ছে। পাবেল ভ‚ঁইয়া, রনি খান, মিম, জেবিন, তৃষা নামের শিক্ষার্থীরা বলেন, ‘চল বন্ধু রনাঙ্গনে বিকল্প কে? আমি-তুমি-আমরা, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ গড়েছি’ এমনসব শ্লোগান দিয়ে দেয়াল লিখন করেছি।
বিভিন্ন স্থানে আমরা শিক্ষার্থীরা যানজট নিরসনে ট্রাফিকের মতো কাজ করছি। আনসার সদস্যরা আমাদের সহযোগিতা করছেন। আমরা শিক্ষার্থীরা যানবাহন চালকদের ট্রাফিক আইন মানতে অনুরোধ করছি। তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা মাঠে নেই। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা মানবিক সহায়তায় নেমেছে। এটি আমাদের জন্য খুবই আশা জাগানিয়া বিষয়।