প্রতিনিধি তাড়াইল : কিশোরগঞ্জের তাড়াইলে শিয়ালের আক্রমণে অতিষ্ঠ এলাকাবাসী। জানা যায়, উপজেলার ধলা ইউনিয়নের ধলা গ্রামের বাঘপাড়া এলাকায় শিয়ালের উৎপাতে অতিষ্ঠ এলাকার মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের গবাদি পশু। ওই এলাকার সাংবাদিক আলী হায়দার বলেন, গতকাল রাস্তার পাশে বেঁধে রাখা আমার তিনটি ছাগলের বাচ্চার উপর পাঁচ/ছয়টি শিয়াল অতর্কিত আক্রমণ করে কৃষি জমিতে নিয়ে যায়। তারপর এলাকাবাসীর যৌথ প্রচেষ্ঠায় ছাগলের বাচ্চাগুলোকে উদ্ধার করতে সক্ষম হই। ছাগলের বাচ্চাগুলোর শরীরে শিয়ালের কামড়ের ক্ষতের চিহ্ন দেখতে পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এনে চিকিৎসা করাই। কিছুদিন পূর্বেও ঘরের দরজা-জানালা ভেঙে আরও একটি মধ্য বয়সি ছাগলের উপর শিয়ালের পাল আক্রমণ করে খেয়ে ফেলার ঘটনাও ঘটেছে। দিন-দুপুরে এমন কাÐ এলাকাবাসী তাদের গবাদি পশু নিয়ে চিন্তিত রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ধলা বাঘপাড়া গ্রামের গোলাম রাব্বানীর দুটি ছাগল, শিল্পী আকতারের দুটি ছাগল, মুখলেছ মিয়ার একটি ও লুকতেন্নেছার একটি ছাগল শিয়ালে খেয়ে ফেলে। এছাড়াও গৃহস্থের ঘর থেকে প্রতিনিয়তই হাঁস-মুরগী নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে অহরহ। শিয়ালের আক্রমণের ভয়ে সন্ধ্যায় গ্রামের মেঠোপথে মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে।