প্রতিনিধি তাড়াইল : আল্লাহু আকবর, আলহামদুলিল্লাহ, সুবহান-আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি আল্লাহ নাম লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের হরিগাতী ও পেমই এলাকার বিভিন্ন সড়কের গাছে গাছে।
গতকাল খোঁজ নিয়ে জানা যায়, কাগজে লেখা লেমিনেশন করা ছোট আকারে প্ল্যাকার্ড রাস্তার পাশে গাছে-গাছে সাঁটিয়েছে উপজেলার রাউতি ইউনিয়নের কৌলি গ্রামের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে পড়ুয়া তিন বন্ধু সাজেদুল শান্ত, মোশাররফ হোসেন হৃদয় ও নাদিম।
এ ছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনের ছোটবড় গাছে এসব সাইনবোর্ড দেখা যায়। তাড়াইল সদর বাজার থেকে কেন্দুয়া সড়কের পাশে গাছে-গাছেও অনেক সাইনবোর্ড চোখে পড়ে। পথচারীরা রাস্তা দিয়ে চলাচলের সময় এসব জিকির মনে মনে আবৃত্তি করে চলেছেন। আবার অনেক পথচারীকে রাস্তায় এক মুহূর্ত দাঁড়িয়ে এসব জিকির সম্মিলিত পোষ্টারের দিকে নজর দিতে দেখা গেছে।
সরজমিনে অনেকের সাথে কথা হলে তারা বলেন, এমন মহতি কাজ যারাই করেছেন, সে নিজের এবং পথচারীদের (মুসলিমদের) জন্য ভালো কাজ করেছেন।
এ প্রসঙ্গে কথা হয় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ুয়া সাজেদুল শান্ত’র সাথে। তিনি বলেন, বিশ্বের সবকিছুই গাছপালা তরুলতা, পাহাড় পর্বত সকল প্রাণিই প্রতিনিয়ত আল্লাহর সিজদা ও জিকিরি করে চলেছে।
সেখানে সৃষ্টির সেরা জীব হয়ে মানুষের প্রতিনিয়ত আল্লাহর জিকির করা অন্যতম ইবাদত। এজন্যই আমরা বন্ধুরা মিলে গাছে গাছে আল্লাহর নামের জিকির সম্বলিত এসব সাইনবোর্ড সাঁটিয়েছি। এই ইবাদতের অনেক ফজিলত।