স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার তাড়াইলে সাংবাদিক সীমান্ত খোকনের রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এনটিভি বার্তা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ তাজুল ইসলাম সীমান্ত খোকন এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেন তাড়াইল উপজেলার সর্বস্তরের জনগণ। গতকাল শুক্রবার বাদ জুম্মা তাড়াইল উপজেলা পরিষদের সামনে তাড়াইল-কিশোরগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মো: নাজিমুদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি মুকুট রঞ্জন দাস, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি ও দৈনিক খোলা কাগজ তাড়াইল প্রতিনিধি মাহবুবুর রহমান রানা, শাজাহান মিয়া, মতিউর রহমান শাহিন, রেনু চৌধুরী, আল মামুন ভুইয়া, সাংবাদিক রুহুল আমিন কাঞ্চন। মানববন্ধন সঞ্চালনা করেন কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক দিনকাল এর তাড়াইল প্রতিনিধি খাইরুল ইসলাম।
বক্তারা মানববন্ধনে সাংবাদিক সীমান্ত খোকন এর মৃত্যুকে রহস্যজনক বলে দাবী করেন। সেই সাথে উক্ত ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে রহস্য উদঘাটনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন।