প্রতিনিধি তাড়াইল : তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের অপর পার্শ্বের রাজন মিয়ার পেট্রোলের দোকানের কন্টেইনারে জ্বলন্ত সিগারেটের আগুনের উচ্ছিষ্টাংশ থেকে আশপাশের দোকান ও বসতঘরে আগুন ছড়িয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারটি দোকান ও চারটি বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল দুপুর সাড়ে ১২টায় সাচাইল গ্রামের আবদুল হাই’র ছেলে রাজন মিয়ার খুচরা পেট্রোলের দোকানে সিগারেটের আগুনের উচ্ছিষ্টাংশ পেট্রোলের কন্টেইনারে পড়ে যায়। আর তা থেকেই আগুন আশপাশে ছড়িয়ে যায়। খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিসের দুটি গাড়ি, করিমগঞ্জ থেকে একটি গাড়ি এবং নান্দাইল থেকে একটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী আজহারুল ইসলাম গোলাপ, আলেক মিয়া, আসাদ মিয়া, রফিক মিয়া ও শফিক মিয়া বলেন- আগুনে আমাদের দোকানপাট ও বসতঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। আমরা নিঃস্ব ও সহায়-সম্বলহীন হয়ে গেলাম।
কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মুহাম্মাদ এনামুল হক দৈনিক শতাব্দীর কন্ঠ’কে জানান- রাজন মিয়ার দোকানের পেট্রোলের কন্টেইনারে বিড়ি-সিগারেটের আগুন থেকে আগুন লাগে। আগুনে চারটি দোকান, চারটি বসতঘরের বেশির ভাগ অংশই পুড়ে যায়।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। নির্ধারণের চেষ্টা চলছে।