প্রতিনিধি তাড়াইল : নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে তাড়াইল উপজেলা শাখা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্টেশনে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক আতিকুর রহমান অপু’র সভাপতিত্বে ও জাহাঙ্গীর হাসান ভুঁইয়া রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক ছাইদুজ্জামান মোস্তফা।
এছাড়াও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল (বিএনপির) তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফিরোজ খান লিটন, শফিকুল ইসলাম দানু, আবদুল হাকিম রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈকত হোসেন বিপ্লব, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, সাবেক ছাত্র নেতা ঢাকা মহানগর উত্তর ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাড়াইল উপজেলা শাখার ১নং যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কারানির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাড়াইল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ফুলেল মালা দিয়ে বরণ করের প্রধান অতিথি ছাইদুজ্জামান মোস্তফা।