প্রতিনিধি তাড়াইল ঃ তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মোট ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, জহিরুল ইসলাম শাহীন, তরিকুল ইসলাম তুহিন, কামরুজ্জামান ও গিয়াস উদ্দিন লাকী। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- শামরুজ জামান শামরুজ, দেলোয়ার হোসেন আলো, শাহ আলম সিদ্দীকি, আবুল কাশেম খান, গোলাপ মিয়া, সাইফুল ইসলাম উজ্জ্বল ও নাজমুল হক আকন্দ। সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- আইতুন্নেছা, নার্গিস সুলতানা, বেগম আক্তার, বিলকিস রহমান, হোসনে আরা, খাদিজা আকতার আশা, খাদিজা আকতার লাকী ও দেলোয়ারা খানম।
উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গতকাল (২ মে) বুধবার। তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আরও বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট ২৯ মে।