প্রতিনিধি তাড়াইল : সারা দেশের ন্যায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪। আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস ২০২৪-এর প্রতিপাদ্য বিষয় ‘মিডওয়াইফস একটি গুরুত্বপূর্ণ জলবায়ু সমাধান’। যার ভাবানুবাদ করা হয়েছে মিডওয়াইফ জলবায়ু সংকটে অপরিহার্য জনশক্তি। গতকাল সকালে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার বিলকিস বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডা. সারোয়ার হোসেন (আরএমও), ডা. তাসনিমুর রহমান, ডা. ফিরোজ মিয়া ও ডা. আফসারী জামান। এছাড়াও স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যর জন্য বড় চ্যালেঞ্জ। উষ্ণায়ন, তাপদাহ ও প্রাকৃতিক দুর্যোগ নারী ও শিশু স্বাস্থ্যর উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে। মিডওয়াইফগণ জলবায়ু পরিবর্তনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে খাপ খাওয়ানো, সামগ্রিক কার্বন নিঃসরণ কমানো এবং নিরাপদ ও বিজ্ঞান সম্মত সেবা প্রদানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বাস্থ্যখাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষেত্রে বিশ্বব্যাপী মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সামগ্রিক বিবেচনায় ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস (আইসিএম) প্রতিপাদ্যের এ বিষয়টি নির্ধারণ করেছে।