রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি : বর্ষা মৌসুমে কম-বেশি সব রাস্তায় কাদাপানি দেখা যায়। কিন্তু কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সদর বাজারের এলএসডি রোডের রাস্তার চিত্রটি সম্পূর্ণ ভিন্ন।
পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের বেশির ভাগ সময় পানি জমে থাকে এই রাস্তাটিতে। তাড়াইল-সাচাইল ইউনিয়নের সদর বাজার মাদরাসা মার্কেটের দক্ষিণ পাশের এলএসডি রোডের এই রাস্তাটিতে দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে চলতে হয় মানুষকে। প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় এই রাস্তা দিয়ে চলাচল করা হাজারো মানুষের।