এফএনএস বিনোদন: ক্যারিয়ার শুরুর পর থেকেই আরশ খান অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গেই জুটি বেধে সবচেয়ে বেশি কাজ করছেন। এর বাইরে আর কোনো নায়িকার সঙ্গে তাকে খুব একটা দেখা যায়নি। এমন কথাও শোনা গেছে, অন্য কোনো নায়িকা আরশের সঙ্গে কাজ করতে খুব একটা রাজি হতেন না।
তাই একমাত্র তানিয়া ছিল আরশের ভরসা। শুরু থেকেই আরশকে সাপোর্ট করে এসেছেন তানিয়া, এমনটি এই অভিনেত্রীও দাবি করেছেন। তাদের এই জুটি নিয়ে একসময় প্রেমের গুঞ্জন উঠলে তা উড়িয়ে দেন দুজনই। কিন্তু বর্তমান সময়ে দুজনের সম্পর্কের অবনতি হওয়ায় ভেঙে গেছে এ জুটি। দুজনই এখন নতুন সঙ্গী খুঁজে নিয়েছেন।
নতুনের সঙ্গে জুটি বেধে কাজ করছেন তারা। এরই মধ্যে তানিয়া একাধিক নায়কের সঙ্গে কাজ করলেও আরশ ডুবেছেন তাসনুভা তিশাতে। জানা যায়, বর্তমানে আরশকে সাপোর্ট করছেন তাসনুভা। তাদের দুজনের মধ্যে রয়েছে বেশ ভালো বন্ধুত্ব।
তানিয়া সরে যেতেই তাসনুভা ধরলেন আরশের হাত। ইতোমধ্যেই তাসনুভা-আরশ জুটি বেশ কয়েকটি কাজ করেছেন। সেগুলো প্রচারেও এসেছে। অন্যদিকে তানিয়া বৃষ্টিও বসে নেই। কাজ করছেন একাধিক নায়কের সঙ্গে। কিছুদিন আগেই নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন একটি নাটকে। যেটি প্রচারের পর বেশ সাড়া পেয়েছেন বলেও জানান অভিনেত্রী।