স্টাফ রিপোর্টার : বিশ্বকাপের দ্বিতীয় দিন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হয়ে গেল এবারের আসরের প্রথম বিগ ম্যাচ। কারণ সেদিন সাবেক টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকা। কিন্তু লঙ্কানদের ব্যর্থতায় হতাশ হতে হয়েছে ক্রিকেট প্রেমিদের।
টস জিতে শ্রীলঙ্কান ব্যাটারদের ক্রিজে যাওয়া-আসার মিছিল শুরুতেই ম্যাচের প্রাণ কেড়ে নেয়। ৫ বল বাকি থাকতেই মাত্র ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তবে এই রান অতিক্রম করতেই দক্ষিণ আফ্রিকার ৪ জন ব্যাটারকে হারাতে হয়। এনরিচ নর্টজের আগুনে বোলিংয়ের সাথে রাবাডা-মহারাজের তান্ডবে অসহায় আত্মসমর্পণ করতে হয় ওয়ানিন্দু হাসারাঙ্গার দলকে। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা ৭৭ (১৯.১) কুশল মেন্ডিজ ১৯ (৩০), এঞ্জেল ম্যাথুস ১৬ (১৬), এনরিচ নর্টজে ৪/৭, রাবাডা ২/২১, মহারাজ ২/২২; দক্ষিণ আফ্রিকা ৮০/৪ (১৬.২) কুইন্টন ডি কক ২০ (২৭), হেইনরিক কাসেন১৯* (২২), হাসারাঙ্কা ২/২২, সানাকা ১/৬। ফলাফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।