স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ হয়বতনগর এ.ইউ. কামিল মাদ্রাসা প্রতি বছরের ন্যায় এবারও দাখিল পরীক্ষার ফলাফলে সদর উপজেলায় সর্বোচ্চ কৃতিত্বের স্বাক্ষর রাখেছে। সর্বমোট ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ৩ জন মোট ১২ জন জিপিএ-৫ সহ সদর উপজেলায় সর্বোচ্চ ভাল ফলাফল অর্জনে সক্ষম হয়। এমন ফলাফলে মাদ্রাসার অধ্যক্ষ সন্তোষ প্রকাশ করে বলেন, এরকম ভালো ফলাফল যেনো অব্যাহত থাকে। শিক্ষকদের আন্তরিকতা ও সদিচ্ছায় এমন ফলাফল অর্জনে সক্ষম হয়েছে বলে শিক্ষার্থীরা মন্তব্য করে। জেলা প্রশাসক সভাপতি হওয়ায় যথেষ্ট নিয়মের ভেতরেই মাদ্রাসার সকল কার্যক্রম পরিচালিত হয়। কেন্দ্রস্থিত এই মাদ্রাসায় ১৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।