স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ মণিপুর ঘাট এলাকার শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ার পূজামণ্ডপে দুর্গাপ্রতিমা ভাঙচুরের পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মাশরুকুর রহমান খালেদ।
তিনি গতকাল শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এসময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে
পারে সেব্যাপারে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্বৃত্ত যেই হোক তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে। এসময় তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আল-আমিন হোসাইনসহ পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর ভোরে একদল দুর্বৃত্ত পূজামণ্ডপে প্রবেশ করে দুর্গাসহ সব কয়টি প্রতিমা ভেঙে ফেলে। এই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জর পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। ইন্সপেক্টর(তদন্ত) শ্যামল মিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মো. তরিকুল ইসলাম গত ১৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন।