‘ইসলামী সমাজ’ আমীর সৈয়দ হুমায়ূন কবির বলেছেন- আল্লাহ রাব্বুল আলামীন গোটা মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন। ইসলাম ধর্মীয় কিছু আচার অনুষ্ঠানের নাম নয়। ইসলামের ভিত্তিতেই সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অফিস, আদালত, কোর্ট-কাচারি চলবে।
মানব রচিত ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়ার কারণে রাষ্ট্রের প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত। রাষ্ট্রের সকল জায়গায় আজ বৈষম্য। দ্রব্যমূল্যের ক্রম উবর্ধগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। গতকাল শনিবার দুপুর আড়াইটায় কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার ব্রীজ সংলগ্ন চত্বরে ইসলামী সমাজ আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
ইসলামী সমাজ কিশোরগঞ্জ জেলার দায়িত্বশীল রফিকুল ইসলামের পরিচায়নায় অনুিষ্ঠত সভায় প্রধান অতিথির বক্তৃতায় আমীর আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত রেখে কোন সমস্যার সমাধান হবে না। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সকল সমস্যার সমাধান হবে। গনতন্ত্রের ভোট-জোট নির্বাচন, উগ্রতা, সন্ত্রাস ও বোমাবাজী ইসলাম প্রতিষ্ঠার পথ নয়।
আমীর বলেন, ইসলামী সমাজ ও রাষ্ট্র করার লক্ষ্যে একদল ইমানদার ও সৎকর্মশীল লোক তৈরির জন্য দাওয়াতি আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।