মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

দৈনিক শতাব্দীর কণ্ঠের প্রতিনিধি অজিত দত্তের পিতৃবিয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৭২ Time View

স্টাফ রিপোর্টার : দৈনিক শতাব্দীর কণ্ঠ ও দৈনিক মানবজমিনের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি অজিত দত্তের পিতা ইন্দুভ‚ষণ দত্ত (৮৮) পরলোকগমন করেছেন। গত রবিবার রাত আড়াইটায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনিসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

যুক্তরাষ্ট্র প্রবাসী ইন্দুভ‚ষণ দত্ত জীবনের শেষ সময় মাতৃভ‚মিতে কাটানোর উদ্দেশ্যে গত বছরের ১৩ই এপ্রিল সস্ত্রীক বাংলাদেশে ফেরেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স¤প্রতি তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।

ইন্দুভ‚ষণ দত্ত স্ত্রী, ও ৪ ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার বিকালে অষ্টগ্রাম সদর শ্মশানঘাটে তার দাহ সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ইন্দুভ‚ষণ দত্তের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকের শোক
দৈনিক শতাব্দীর কণ্ঠ ও দৈনিক মানবজমিনের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি অজিত দত্তের পিতা ইন্দুভ‚ষণ দত্তের মৃত্যুতে দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবোরের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty