স্টাফ রিপোর্টার : হোসেনপুরে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত হলেও সেখানে ছিলো না মু্ক্িতযোদ্ধাদের পদচারণা। অবশেষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। গত সোমবার দুপুরে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ-আল-সোহান, বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো: এহছানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক হোসাইন উজ্জ্বলসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণকৃত কমপ্লেক্স এ নিয়মিত আসার জন্য আহবান জানান।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, ১৯৭১ সালে আমরা জীবনের মায়া ত্যাগ করে দেশ স্বাধীন করেছি। পরে তিনি দেশের এ ক্লান্তিকালে ৭১ সালের মতো এবারও বর্তমান অন্তর্বতীকালীন সরকারের পাশে থেকে সার্বিক সহযোগিতার পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মুক্তিযোদ্ধাদের অবদান রাখতে আহবান জানান।