গতকাল বুধবার দুপুর পৌণে ৩টায় শহর সমবায় ভবন প্রঙ্গণে মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ ও নির্মূলের লক্ষ্যে তরুণ-তরুণী ও নারী পুরুষের অংগ্রণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) বেগম নাসিমা তালুকদার মুনমুন। সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি অ্যাড. মায়া ভৌমিক। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতিয়া হোসেন।
জেলা শাখা থেকে আলোচনা করেন সহ-সভাপতি চন্দনা দেবনাথ, অর্থ সম্পাদক অ্যাড. প্রতিভা শীল, আন্দোলন সম্পাদক মাছুমা আক্তার, শিক্ষা -সংস্কৃতিক সম্পাদক মনিকা দাস, প্রচার-প্রকাশনা সম্পাদক অ্যাড. শংকরী রানী সাহা, সদস্য মাহফুজা আরা পলক। পাড়া কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্যামলী রোড কমিটির সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া মুন্নি, বিন্নগাও পাড়া কমিটি থেকে পাপিয়া পন্ডিত।
তরুণ-তরুণীদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহণ করেন নুসরাত জাহান তারিন, স¤্রাট ভূইয়া, শাওন, মোহাম্মদ আলামিন, স্নিগ্ধা রানী বর্মন, সাদিক প্রমুখ। সভা সঞ্চালন করেন জেলা শাখার সদস্য লুৎফুন্নেছা চিনু। উপস্থিতি ৫৬ জন। প্রেস বিজ্ঞপ্তি।