প্রতিনিধি তাড়াইল : তাড়াইল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল হোসেনকে (৩৫) মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে। তাড়াইল থানার মামলা নং ০৩ (০৪) ১৮, জিআর নং ৬৯ (২)১৮।
গতকাল তাড়াইল থানা সূত্রে জানা যায়, তাড়াইল থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ধারা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই বছর পলাতক থাকা আসামি বিল্লাল হোসেনকে গত বুধবার (১২ জুন) রাত সাড়ে ১০টায় তাড়াইল থানা অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফের দিকনির্দেশনায় এএসআই রেজাউল করিম, এএসআই কায়সার হোসেন, এএসআই নূরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার সরকার বাজার এলাকা থেকে পলাতক থাকা অবস্থায় গ্রেফতার করে। বিল্লাল হোসেন উপজেলার ধলা ইউনিয়নের সেকান্দরনগর সিকদারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা মনসুর আলী আরিফ জানান, গ্রেফতারকৃত আসামি বিল্লাল হোসেনকে কিশোরগঞ্জ জেলার জজ আদালতে হস্তান্তর করা হয়েছে।