স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাগপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা খুশনাহার (৪০) হত্যাকাÐের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার মো. রহমতউল্লাহ (৩০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত সোমবার (১৬ ডিসেম্বর) ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিয়াজুল কাউসারের নিকট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। এই খুনের ঘটনায় পুলিশ এপর্যন্ত ৯ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) মো. আল আমিন হোসাইন।
নিহতের বড় ভাই মো. নজরুল ইসলমের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, খুশনাহার তার পৈতৃক জায়গায় ঘর তুলে এক ছেলে ও তার মাকে নিয়ে গত ২৪ বছর ধরে বসবাস করতেন। ঘটনার ১৫ দিন পূর্বে খুশনাহারের ছেলে আলীরাজ করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামে তার পিতার নিকট চলে যায়। গত ৯ ডিসেম্বর খুশনাহারের মা আরেক মেয়ের বাড়িতে চলে যান।
পরদিন বিকালে বাড়িতে ফিরে খুশনাহারের মা ঘর তালবদ্ধ অবস্থায় এবং জানালার ওপরের টিন খোলা ও ঘরে সিঁধ কাটা দেখতে পান। আশেপাশের আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও খুশনাহারের সন্ধান পাওয়া যায়নি। ১১ ডিসেম্বর বেলা একটার দিকে সতেরদ্রোন গ্রামের মাাছুয়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নজরুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কটিয়াদী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকালে আলামত হিসেবে ভিকটিমের কানের দুল, হত্যাকাÐে ব্যবহৃত কুড়াল, মোবাইল ইত্যাদি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।