প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত গুলিস্তানের জিরো পয়েন্টের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
গতকাল রবিবার বিকেল ৪টায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হৃদয় হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেয় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয়, ছাত্রদল নেতা মেহেদি হাসান বাদশা সহ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলটি নিকলী সদর ইউনিয়নের গার্লস স্কুল মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ছাত্রদল অফিসে এসে শেষ হয়।
এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই, আমার ভাই মরল কেন খুনি হাসিনার ফাঁসি চাই, হৈ হৈ রই রই ছাত্রলীগ গেল কই ইত্যাদি স্লোগান দেন।
এ সময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহŸায়ক হৃদয় হাসান বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হয়।
আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা আবারো একত্রিত হয়ে স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে, তাদের এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত আছি।