প্রতিনিধি, নিকলী, আব্দুর রহমান রিপন : ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার মোছা. পাপিয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সামসুল হক রাকিব, সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রুস্তম আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও কর্মকর্তা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। বক্তাগণ বলেন, মানবসৃষ্ট দুর্যোগে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে। শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদেরকে বই উপহার দেওয়া হয়। তাছাড়াও অগ্নিকাÐ থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।