নিকলী প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে সঙ্গবদ্ধ কুকুরের কামড়ে মোঃ জয় (১২) নামে এক ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার অনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুর্শা নয়া হাটি গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। জয় কুর্শা গ্রামের মৃত জুয়েল মিয়ার ছেলে।
চাচাতো ভাই শরীফ জানান, জুয়েল মিয়া জয়দের ছয় ভাই-বোনকে ছোটা রেখে মারা যান। জয়ের মা অতি কষ্টে অন্যের বাসায় কাজ করে তাদের ভরণ পোষণ করতে হিমশিম খাচ্ছিল, তাই বাধ্য হয়ে কুর্শা নয়াহাটি গ্রামের রুবেলের হাঁসের খামারে ছেলেকে কাজে দেন।
প্রতিদিনের ন্যয় গতকাল শুক্রবারেও হাঁসের খামারে কাজ করতে যায়। সে সময় ৫-৬টি কুকুরের একটি সঙ্গবদ্ধ দল জয়কে আক্রমণ করে তার সারা শরীর ক্ষতবিক্ষত করে। তার ডাক-চিৎকারে পাশের খামারের এক ছেলে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুকুর আক্রমণ করলে সে পানিতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচে যায়।
ছেলেটি তাৎক্ষণিক মোবাইল ফোনে বাড়িতে খবর দিলে লোকজন এসে জয়কে উদ্ধার করে নিকলী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন প্রতিনিধিকে বলেন, নিকলী থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। আজ (শনিবার) লাশের সুরত হালের জন্য মর্গে পটানো হবে।