প্রতিনিধি, নিকলী, আব্দুর রহমান রিপন : নিকলীতে ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মস‚চির আওতায় বিনাম‚ল্যে বীজ ও রাসাযনিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সাতটি ইউনিয়নের ৭৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে এ সকল উপকরণ বিতরণ করার অংশ হিসেবে ৩৫০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের হাতে বিনাম‚ল্যে বীজ ও রাসায়নিক সার তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. পাপিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, যুব উন্নয়ন অফিসার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা ফেসিলিটেটর দুর্গা রানী সাহা, উপজেলা তথ্য আপাসহ কৃষক কৃষাণী ও সাংবাদিকবৃন্দ।
এ সময় কৃষি অফিসার সাখাওয়াত হোসেন বলেন, প্রতিজন কৃষককে ১ কেজি সরিষা বীজ ১০ কেজি এমওপি ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি কৃষকদের সার ও বীজ দেওয়া হবে।