প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযত মর্যাদায় উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিকলী উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১১টায় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিএনপি সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল।
উপজেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডা: কফিল উদ্দিন আহমেদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক বাবু তাপস সাহা অপু, যুগ্ম আহŸায়ক আতিকুল ইসলাম তালুকদার সেলিম, যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার পরশ মাহমুদ, এডভোকেট মো: জিল্লুর রহমান, সিংপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক হারুন অর রশিদ, দামপাড়া ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক আলী হোসেন, সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
আলোচনায় বক্তাগণ বলেন- আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে, কোন অপশক্তি আমাদের মধ্যে ফাটল ধরাতে চাইলে তা কঠোর হস্তে ঐক্যবদ্ধভাবে দমন করা হবে। আমাদেরকে দেশ এবং জনগণের কথা ভাবতে হবে, দেশের স্বার্থ রক্ষায় আমাদেরকে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং শহীদ জিয়ার আদর্শকে আমাদের বুকে ধারণ করতে হবে।