প্রতিনিধি, নিকলী, আব্দুর রহমান রিপন : ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার দিবসটির কর্মস‚চির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুনের সভাপতিত্বে উপজেলা ফ্যাসিলিটেটর দুর্গা রানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, এস আই আমিনুল ইসলাম, উপজেলা তথ্য আপা তাসলিমা ফেরদৌসী, শিক্ষক, সমবায়ী ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন, সমবায়ের মাধ্যমে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্প‚র্ণের মাধ্যমে কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। শুধু নিজেদের নিয়ে চিন্তা না করে দেশের জন্য আমাদেরকে ভাবতে হবে।