প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ও নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় তারা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মন্ডপ পরিদর্শনের সময় তারা স্থানীয় পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক সহযোগীতার কথা জানান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার আমীর অধ্যাপক রমজান আলী, সহকারী সেক্রেটারির সাংবাদিক শামসুল আলম সেলিম, কিশোরগঞ্জ জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, নিকলী উপজেলার জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন, নিকলী উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও. রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার মুহতারাম জেলা আমীর অধ্যাপক রমজান আলী বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। কোনো কুচক্রী মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এ জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক।