নিকলী প্রতিনিধি, আব্দুর রহমান রিপন :
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার কিশোরগঞ্জের নিকলীতে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, উপজেলা প্রশাসনের আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতাটি বাস্তবাায়ন করেন নিকলী ম্যারাথন অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: শামসুল হক রাকিব, সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা ফ্যাসিলিটেটর দুর্গা রানী সাহা, নিকলী গোরাচাঁদ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফী উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও প্রতিযোগীগণ। ম্যারাথম প্রতিযোগিতার পাশাপাশি ‘কুসুম কানন’ নামে পার্কের উদ্বোধন করা হয়। ভাটির প্রবেশদ্বারে এই পার্কের উদ্বোধনে আবেগ আপ্লুত নিকলী বাসী।