প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ) আব্দুর রহমান রিপন : দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিকলী উপজেলা কৃষক দলের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১১টায় নিকলী কেন্দ্রীয় দুর্গা মন্ডপে বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়ার অর্থায়নে বস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষক দরের আহ্বায়ক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাপস সাহা অপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায় আরিফ হোসেন, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো: মোরশেদ আলম, কারপাশা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ফরমান, সিংপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান রিপন, উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা সারোয়ার আহমেদ শরীফ সিংপুর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি ইয়াসিন সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক তহুর উদ্দিন।
সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো: কামরুল আহসান স্বাধীন। এ সময় ৩০০টি শাড়ি বিতরণ করা হয়। বক্তাগন বলেন, আমাদের এ ধরনের সমাজ সেবামূলক কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং দুর্গাপূজায় যাতে করে কোন ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।