নিকলী প্রতিনিধি :
কিশোরগঞ্জের নিকলীতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামে।
জানা যায়, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ভাই মৃত শাহাবুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং একই ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে আলমগীর হোসেন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা তরুণী সিংপুর ইউনিয়নের একই গ্রামের মৃত বিল্লাল মিয়ার মেয়ে।
মামলার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে আলমগীর হাসেন ভোক্তভোগী তরুণীকে শফিকুলের বাসায় ডেকে নিয়ে আসে। পরবর্তীতে বিভিন্ন লোভ দেখিয়ে ধর্ষণ করতে চাইলে তাতে তরুণী রাজি না হওয়ায় শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এবং এই ঘটনা কাউকে বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
ধর্ষণের বিষয় জানাজানি হয়ে গেলে ভোক্তভোগী তরুণী বাদী হয়ে নিকলী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১)। অভিযান চালিয়ে আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। দ্বিতীয় আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।