নিকলী প্রতিনিধি, আব্দুর রহমান রিপন :
‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল কিশোরগঞ্জের নিকলীতে নারী নির্যাতন ও প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়েছে। পপি ক্রিয়া প্রকল্পের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন সরকারের সহযোগিতায় রেলি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্রিয়া প্রকল্পের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, সহ-সভাপতি মো: আইয়ুব আলী,
ক্রিয়া প্রকল্পের সাধারণ সম্পাদক ও প্রকল্প সমন্বয়কারী এস এম রেজাউল হক মামুন, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান রিপন, ক্রীড়া সংগঠক মো: আব্দুল্লাহ, সাংবাদিক জয়দেব আচার্য, সদস্য ও শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, অন্যান্য সদস্য ও কারাতে প্রশিক্ষণার্থী কিশোরীগন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা ক্রিয়া প্রজেক্ট অফিসার সাহিন হায়দার। এ সময় বক্তাগণ বলেন জলবায়ু পরিবর্তনে নারীর ভূমিকা, নারী নির্যাতন প্রতিরোধ নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি বৈষম্য দূরীকরণে আমাদের সকলকে কাজ করতে হবে তাহলে এদেশ একদিন সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।